Published : Monday, 11 January, 2021 at 12:00 AM, Update: 11.01.2021 2:08:57 AM
বুড়িচং
প্রতিনিধি ।। কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরবাইক আরোহী নিহত
হয়েছেন। আহত হয়েছেন আরো দু'জন। শনিবার রাত ১০ টায় কুমিল্লা -সিলেট মহাসড়কের
বুড়িচং উপজেলার ময়নামতি তুত বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম
নুর সাদি (২২)। সে বুড়িচং উপজেলা র মোকাম গ্রামের খোরশেদ আলমের ছেলে।
নুর সাদি সম্মান দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলো। এ ঘটনায় আহত হন আরো দু'জন। তাদের একজনের নাম নাজমুল ও তনু। তারা তিনজনই বন্ধু ছিলো।
স্থানীয়রা জানান, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দারের বাড়ীতে অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার সময় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, রাত ১০ টায় একটি মোটরবাইকে তিনজন আরোহী ক্যান্টনম্যান্ট অভিমুখে
যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান
মোটরবাইকটিকে চাপা দেয়। এতে বাইকে থাকা তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়
আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
কতর্ব্যরত চিকিৎসক নুর সাদিকে মৃত ঘোষণা করে।
আহত অপর দুই জনের অবস্থাও আশংকাজনক। এদিকে মোটরবাইকটিকে চাপা দিয়ে কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়।
বিষয়টি
নিয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন জানান, খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে নিহত ও আহতদের কে তাদের আত্মীয় স্বজনরা
সেখান থেকে নিয়ে। তিনি আরো জানান এ বিষয়ে কে কোন অভিযোগ করেনি এবং আমাদের
নিকট আসে নি।