ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ও অপপ্রচারের প্রতিবাদ
Published : Tuesday, 12 January, 2021 at 12:00 AM, Update: 12.01.2021 2:55:40 AM
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ও অপপ্রচারের প্রতিবাদকুমিল্লার দেবিদ্বারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন উপজেলার সুবিল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন।
প্রতিবাদ লীপিতে কাজী মোশারফ বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। একটি কুচক্রমহল  আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাই।
 আমি ছোট বেলা থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত, সুবিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।   
তিনি আরও বলেন, আমাকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে তারা প্রকৃতপক্ষে দলীয় শৃংখলা ভঙ্গ করছে। আমি কারও রাজনৈতিক প্রতিপক্ষ নই। আমি একজন প্রবাসী, প্রবাসে দিনরাত পরিশ্রম করে অর্থ উপর্জন করি। করোনার কারণে আমি প্রায় ৮মাস ইতালি যেতে পারছি না। উপযোগী সময় হলে আমি প্রবাসে চলে যাব। তারা আমাকে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে যে মিথ্যা অভিযোগ করেছে এটা কাল্পনিক ও অসত্য। আমার অধিকাংশ আত্মীয় স্বজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার রক্ত আমার শরীরে বইছে। আমি এমন কোন কাজ করিনি যা আমার মুক্তিযোদ্ধা বাবার দিকে কেউ আঙ্গুল  তুলবে এবং দলের কোন ক্ষতি হবে।  তারা ব্যক্তিগত স্বার্থ হাছিলের জন্য আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী বলেন, কাজী মোশারফ হোসেন একজন প্রবাসী ও মুক্তিযোদ্ধার সন্তান। আমার জানামতে তিনি এমন কোন কাজে জড়িত নয় যা দলকে প্রশ্নবিদ্ধ করবে।