দি-থিউসফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের সাবেক সভাপতি ও ভারত বাংলা উপ মহাদেশের প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও উপ সংঘরাজ, কনকস্তুপ বৌদ্ধবিহার কুমিল্লার অধ্যক্ষ শ্রীমৎ ধর্মরক্ষিত মহাথের আর নেই। গতকাল ১৫ জানুয়ারি শুক্রবার দুপুর ১:২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন।
তার পরলোক গমনে গভীর শোক প্রকাশ করেছেন দি থিওসফিক্যাল সোসাইটি বাংলাদেশ ও কুমিল্লা লজের পক্ষে এডভোকেট প্রহলাদ দেবনাথ কো অর্ডিনেটর টিএস লজেজ ইন বাংলাদেশ ন্যাশনাল রি প্রেজেনটিভ টস বাংলাদেশ কো অর্ডিনেটর কুমিল্লা লজ।
কুসুম টিএস লজ চট্টগ্রামের পক্ষে বিষ্ণু জসা চক্রবর্তী, অলকট টিএস লজ ঢাকার পক্ষে সভাপতি এড. রবিউল ইসলাম রবিন ও সম্পাদক এড. মাহফুজা আক্তার। ময়নামতি টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি এডভোকেট প্রহলাদ দেবনাথ ও সস্পাদক মো: ওমর ফারুক ভূইয়া। লালন টিএস লজ ঢাকার পক্ষে সভাপতি এড. আসমা আক্তার ও সম্পাদক এড. অপূর্ব বিশ্বাস। কাজী নজরুল ইসলাম টিএস লজ ঢাকার পক্ষে সভাপতি দীপক কুমরা রায় ও সম্পাদক এড. নেওয়াজ মেজবাউর রহমান রক্তিম। প্রো একটিভ টিএস লজ ঢাকার পক্ষে সভাপতি ড. আলমাসুর রহমান ও সম্পাদক নাজমুল হাসান রাজু। বিদ্যাসগর টিএস লজ ঢাকার পক্ষে সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হাই ও সম্পাদক সুকৃতি কুমার মন্ডল। গুরু মীন নাথ টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি স্বপন কুমার দেবনাথ ও সম্পাদক সুশান্ত দেবনাথ। মাদাম এইচ পি বি ব্লাভাটস্কি টিএস লজ ঢাকার পক্ষে সভাপতি এড. সুবোধ চন্দ্র দাস ও সম্পাদক হাসেম দেওয়ান। রবীন্দনাথ টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি প্রফেসর মো: মুজিবুর রহমান ও সম্পাদক কিংকর দেবনাথ। মহাস্থবীর পন্ডিত শীলভদ্র টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি এড. আব্দুল জলিল ও সম্পাদক দিবস জ্যোতি বড়ুয়া। ড. আখতার হামিদ খান টিএস লজ ঢাকার পক্ষে সভাপতি পার্থ সারথী চক্রবর্তী ও সম্পাদক এড. নাছির উদ্দিন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি মিসেস বর্ণা ভৌমিক ও সম্পাদক এড. সাদেক হোসেন সাদি। নবাব ফয়জুন্নেসা টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি বিজয় রতন দেবনাথ ও সম্পাদক আব্দুস সালাম আহমেদ। ড. এ্যানি উড বেসান্ত টিএস লজ ঢাকা এর পক্ষে সভাপতি রিক্তা পাল ও সম্পাদক শ্যামল কান্তি পাল। সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি ফরিদ উদ্দিন সিদ্দীকি ও সম্পাদক নয়ন দেওয়ানজী। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি এড. জাফর উল্লাহ ভূইয়া ও সম্পাদক এড. সজল চন্দ্র পাল। বঙ্গ শার্দৌল মেজর আব্দুল গণি টিএস লজ ঢাকার পক্ষে মো: শামছুল হক ভূইয়া ও সম্পাদক এড. আব্দুল আজীজ মাসুদ। পণ্ডিত রাসমোহন চক্রবর্তী টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি এড. সুরজিৎ মজুমদার ও সম্পাদক মদুসূদন বিশ্বাস। জগন্নাথপুর টিএসলজ কুমিল্লার পক্ষে মি. হারুনুর রশিদ ও সম্পাদক সমীর চন্দ্র দাশ। ঢাকা টিএস লজ ঢাকার পক্ষে সভাপতি এড. যোবাইদা পারভীন ও সম্পাদক সিদ্ধার্থ শংকর ধর। টস গ্রুপ ময়নামতি টিএস লজ কুমিল্লার পক্ষে সভাপতি এড. প্রহলাদ দেবনাথ ও সম্পাদক আমানুর রহমান রিটন গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশ থিওসফি আন্দেলনে এই মহাত্মা ও মহাপন্ডিতের লেখা ও দর্শন আমাদের পাথেয়।