ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছুটির সময়  শিক্ষার্থীদের বাসায় থাকার নির্দেশনা
Published : Saturday, 16 January, 2021 at 12:00 AM
করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিার্থীদের সুরার জন্য আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত (কওমি ছাড়া) সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে শিার্থীদের নিজ নিজ বাসস্থানে নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় এবং শিা মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে।
প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন শিার্থীদের মেনে চলতে হবে। শিার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন। স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীণ করবেন।
এতে বলা হয়, সংশ্লিষ্ট শিাপ্রতিষ্ঠানের প্রধান শিকরা শিার্থীদের নিজ নিজ বাসস্থানে রেখে পাঠ্যবই অধ্যায়নে নির্দেশনা দেবেন এবং সংশ্লিষ্ট অভিভাবকদের সম্পৃক্ত করবেন।
শিা মন্ত্রণালয়ও একই নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে শিা মন্ত্রণালয়ের নির্দেশনায়।