ঠাকুর জিয়াউদ্দিন আহমদ ||
মুজিব জন্মশতবর্ষ উপল্েয জেলা প্রশাসন, কুমিল্লা এবং জেলা পুলিশ, কুমিল্লা লেখক ও বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক স্যারের লিখিত দুইটি অসাধারণ গ্রন্থ প্রকাশ করিয়াছেন। বই দুইটিতে লেখক স্বাধীন বাংলাদেশের মুক্তির সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে ১৯৪৮ খ্রিঃ সাল থেকে বাংলা ভাষা আন্দোলন, গনতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন, ১৯৬৬ খ্রিঃ সালে বাঙালি জাতির ঐতিহাসিক মুক্তি সনদ ৬ দফা ঘোষণা, ১৯৬৮-৬৯ খ্রিঃ সালে পাকিস্তানী জঙ্গি শাসকের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা, ৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগের অবিস্মরণীয় বিজয় ও ১৯৭১ সালে মার্চ মাসে প্রথমে অসহযোগ আন্দোলন এবং পরবর্তীতে ২৬ শে মার্চ তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ও বিভিন্ন ব্যক্তির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা করিয়াছেন। বাঙ্গালি জাতি, বাংলাদেশ এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশদভাবে জানার জন্য এই দুইটি গ্রন্থ বর্তমান প্রজন্মের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক, ছাত্র-ছাত্রীর জন্য অবশ্যই পাঠের প্রয়োজন। ইহাছাড়া বাংলাদেশের সরকারি কর্মকর্তা, কর্মচারীদেরকেও এই দুইটি গ্রন্থ পাঠের প্রয়োজন আছে বলিয়া আমি মনে করি। পাঠকদের অবগতির জন্য গ্রন্থ দুইটির সূচিপত্র উল্লেখ্য করা হলো:- ১- শক্তিধর বঙ্গবন্ধু, লেখক- অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা- ১৯২ প্রকাশনায়- জেলা প্রশাসন কুমিল্লা। সূচিপত্র। ২- বঙ্গবন্ধুই বাংলাদেশ, লেখক- অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা- ২৩৪ প্রকাশনায়- জেলা পুলিশ, কুমিল্লা। এই দুইটি গ্রন্থ আমি নিবিড় ভাবে পড়িয়াছি। গ্রন্থ দুইটি পাঠ করে আমি অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্যাবলী জানিয়াছি। বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক স্যারকে আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লেখক- অনুসন্ধানী পাঠক ও অবসরপ্রাপ্ত রিডার, পুলিশ সুপার কার্যালয়, কুমিল্লা- চাঁদপুর- লক্ষ্মীপুর- ব্রাহ্মণবাড়িয়া জেলা।