ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২ মহিলা বিচারপতিকে গুলি করে খুন
Published : Monday, 18 January, 2021 at 5:37 PM
২ মহিলা বিচারপতিকে গুলি করে খুন ফের বন্দুকবাজদের তাণ্ডব কাবুলে। এ বার আফগানিস্তানের সুপ্রিম কোর্টের ২ মহিলা বিচারপতিকে গুলি করে খুন করল বন্দুকবাজরা।
কাবুল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই ২ মহিলা বিচারপতি গাড়িতে চড়ে কাজে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। তাঁদের লক্ষ্য করে গুলি চালায় এক দল বন্দুকবাজ। শহরের কেন্দ্রস্থলে এমন হামলার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। হামলার জেরে আহত হয়েছেন গাড়ির চালকও।
হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিয়েছে আফগান প্রশাসন। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র জামশিদ রাসুলি জানিয়েছেন, নিহতরা শীর্ষ আদালতে কর্মরত ছিলেন। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই হামলার পিছনে কাদের হাত রয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।আফগানিস্তান জুড়ে রয়েছেন সে দেশের শীর্ষ আদালতের অন্তত ২০০ মহিলা বিচারপতি। সম্প্রতি আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা করেছে আমেরিকা। এই আবহে  গত কয়েক মাস ধরে দেশ জুড়ে, বিশেষ করে কাবুলে হিংসার ঘটনা বাড়ছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে আফগান প্রশাসনের কর্তাদের কপালে।