রাজিনি
চ্যান্ডির বয়স ৬৯। অভিনেত্রী হওয়ার আগে তিনি ছিলেন গৃহিনী। এই বয়সে
তাকে সাধারণত দেখা যায় নানা রঙের চমৎকার সব শাড়িতে। কিন্তু এই ফটোশ্যুটে
তিনি পরেছিলেন জাম্পস্যুট, দীর্ঘ পোশাক, জিন্স আর খাটো ডেনিমের একটি পোশাক।
কিছু ছবিতে দেখা যাচ্ছে তার মাথায় বাগান থেকে সদ্য তোলা সাদা ফুলের
মুকুট।
রাজিনি
চ্যান্ডির এসব ছবিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার সংবাদপত্রে
বর্ণনা করা হচ্ছে 'বোল্ড এন্ড বিউটিফুল', অর্থাৎ খুবই সাহসী এবং সুন্দর
বলে। তিনি সেখানেই থাকেন। কেরালা এখনো বেশ রক্ষণশীল একটি রাজ্য, সেখানে
বেশিরভাগ নারীকে এখনো শাড়ি বা লম্বা স্কার্টের মতো পোশাকেই দেখা যায়।
কিন্তু রাজিনি চ্যান্ডির ছবিগুলো রাজ্যের রক্ষণশীলদের সাংঘাতিক উষ্মার কারণ
হয়েছে।
মিসেস
চ্যান্ডি বিবিসিকে জানান, এই ফটোশ্যুটের আইডিয়া আসলে ২৯ বছর বয়সী
ভারতীয় ফটোগ্রাফার আথিরা জয়ের। প্রথাবিরোধী ফটোগ্রাফির জন্য তিনি বেশ
পরিচিত।