ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারত কিনছে আরও মিগ-২৯ এবং সুখোই যুদ্ধবিমান
Published : Monday, 18 January, 2021 at 6:19 PM
ভারত কিনছে আরও মিগ-২৯ এবং সুখোই যুদ্ধবিমান ভারতের বর্তমান ফ্লিটের যুদ্ধবিমানের আধুনিকায়নের পাশাপাশি ২১টি মিগ-২৯ এবং ১২টি সুখোই-৩০ এমকেআই কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রীসভার প্রতিরক্ষা বিষয়ক কমিটি। ভারতে বর্তমানে নির্মাণাধীন ৮৩টি তেজাস ফাইটারের নির্মাণকাজ শেষের পর রাশিয়ার সঙ্গে  ক্রয়ের এই চুক্তি বাস্তবায়ন করা হবে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ১৯৮০ সাল থেকে অযত্নে পড়ে থাকা ২১টি মিগ-২৯ ফাইটার ক্রয়ের চাহিদাপত্র চলে যাবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি প্রতিষ্ঠান রোসোবোরোন এক্সপোর্টে।

ভারতীয় বিমান বাহিনীর আগে কেনা ৫৯টি মিগ-২৯ ফাইটারের অনুপাতে তুলনামূলক কম মুল্যে কেনা হচ্ছে এই ২১টি যুদ্ধবিমান। অপরদিকে নতুন ১২টি সুখোই যুক্ত হয়ে ভারতের বর্তমান সুখোই-৩০ ফাইটারের সংখ্যাকে উন্নীত করবে ২৮৪টিতে।

ইতোমধ্যে হিন্দুস্তান এরোনোটিক্স রাশিয়ার কাছ থেকে ১৫ বিলিয়ন ডলারের বিনিময়ে লাইসেন্স কিনে নিজেরা ২৭২টির মধ্যে ২৬৮টি সুখোই ফাইটার জেট তৈরি করেছে। যার নয়টি দুর্ঘটনায় পড়ে ধ্বংস হয়ে গেছে।

মিগ-২১, মিগ-২৩ এবং মিগ-২৭ মডেলের যুদ্ধবিমানগুলোর ডিকমিশন্ড হবার ফলে ভারতীয় স্কোয়াড্রনগুলো বর্তমানে ফাইটার জেট সংকটে ভুগছে। চীন ও পাকিস্তানের সম্মিলিত হুমকি মোকাবেলায় প্রতিটি স্কোয়াড্রনে ৪২টি ফাইটার জেট প্রয়োজন। সেখানে ভারতের রয়েছে মাত্র ১৬ থেকে ১৮টি।

এদিকে ২০২১ সালের এপ্রিল-মে মাসে ভারতীয় বিমান বাহিনী কৌশলগত সহায়তা নীতির আলোকে "মেক ইন ইন্ডিয়া’’ প্রজেক্টের অধীনে ২০ বিলিয়ন রুপির বেশি ব্যয়ে ১১৪টি ফাইটার তৈরির অনুমোদন পাওয়ার ব্যাপারে আলোচনা চলমান রয়েছে।