ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭২৭ জন
Published : Tuesday, 19 January, 2021 at 12:00 AM
মানিক দাস, চাঁদপুর ॥ চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৩৩টি রিপোর্টের মধ্যে রবিবার আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ হাজার ৭শ ২৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৫জন। সুস্থ হয়েছেন ২হাজার ৫শ ৮১জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬১জন। ১৭ জানুয়ারি রোববার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২হাজার ৭শ ২৭জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১হাজার ১শ ৭৯জন, ফরিদগঞ্জে ৩শ জন, মতলব দক্ষিণে ২শ ৯৬জন, শাহরাস্তিতে ২শ ৫১জন, হাজীগঞ্জে ২শ ২৯জন, মতলব উত্তরে ২শ ৬জন, হাইমচরে ১শ ৭২জন ও কচুয়ায় ৯৪জন।
করোনায় জেলায় মোট ৮৫জন মৃত হয়েছে। উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।