কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০-২১ এর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুমিল্লা কলেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল (১৯ জানুয়ারি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা কলেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য মো: আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রখেন কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্র।
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ০৪ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিমপুর উচ্চ বিদ্যালয়ের বালক ভলিবল দল কুমিল্লা কলেক্টরেট স্কুল ও কলেজ বালক ভলিবল দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসক,কুমিল্লা জনাব আবুল ফজল মীর বলেন, শারীরিক ও মানসিক বিকাশে যে কোন ধরণের ক্রীড়া চর্চা অনস্বীকার্য। তিনি ক্রীড়ার প্রতি গুরুত্ব আরোপ করে স্বাস্থ্যবিধি মেনে সারা বছরব্যাপী খেলাধুলা অব্যহত রাখার কথা বলেন।