ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ব্রাজিলের সঙ্গে তাঁর দেশের সীমান্তবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে অক্সিজেন পাঠিয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্য খাতে বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলা করতে অক্সিজেন পাঠিয়েছেন বলে জানান মাদুরো।
‘গার্ডিয়ান’–এর আজ মঙ্গলবারের খবরে জানা যায়, ভেনেজুয়েলার দক্ষিণ সীমান্তবর্তী ব্রাজিলের আমাজোনাস রাজ্যে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।
গত সপ্তাহে মানাউসের বেশ কয়েকটি হাসপাতালে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। অক্সিজেনের অভাবে সেখানে চিকিৎসাধীন করোনায় সংক্রমিত রোগীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিভিল সোসাইটি, তারকা ও ব্রাজিল সরকার অক্সিজেন পেতে চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় সময় গত রোববার রাতে মাদুরো অক্সিজেন দেওয়ার কথা জানান।
ওই দিন ভেনেজুয়েলার সরকারি টিভিতে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, আমাজোনোস অঞ্চলে অক্সিজেন পৌঁছে দিচ্ছে ভেনেজুয়েলা। বেশ কয়েকটি ট্রাক সেখানে যাচ্ছে।
মাদুরো বলেন, ‘জইর বলসোনারো সরকার স্বাস্থ্য খাতে বিপর্যয় ঘটিয়েছে। ব্রাজিলে পরিস্থিতি ভয়াবহ। পরিস্থিতি খুবই বেদনাদায়ক। লাতিন আমেরিকার ভাইদের এই অবস্থা আমাদের আহত করছে।’
ব্রাজিলের রক্ষণশীল ডানপন্থী সরকার জইর বলসোনারোর সঙ্গে মাদুরোর সম্পর্ক খারাপ। মাদুরো বলেন, অবৈজ্ঞানিকভাবে পরিস্থিতি মোকাবিলা করায় ব্রাজিলে করোনা সংক্রমণ বেড়েছে।