ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী
Published : Tuesday, 19 January, 2021 at 5:59 PM
বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনীযশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি ) বেলা ২টার সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এসএসএফ সদস্য এনামুল হকের কাছে জিরো পয়েন্টে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার ক্যান্টনমেন্টে থেকে যাওয়া এসএসএফ সদস্য এনামুল হক বলেন, “ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনা হয়। পরে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়েছিল।”

তিনি আরও বলেন, “এ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্টে নেওয়া হবে।”