ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন নৈশপ্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি
Published : Thursday, 21 January, 2021 at 3:30 PM
তিন নৈশপ্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতিনাটোরের বাগাতিপাড়া উপজেলায় তমালতলা বাজারে তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ ও সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৈশপ্রহরী ও ব্যবসায়ীরা জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্র নিয়ে তমালতলা ব্রিজের দিক থেকে বাজারে আসে। তারা প্রথমেই তিন নৈশ প্রহরী মাজেদুর রহমান, ওমর আলী ও আবুল কালামের হাত-পা বেঁধে পাশের লিচুবাগানে আটকে রাখে। পরে রাস্তার দুই পাশের ১১ দোকানে তালা ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ (অব.) গোলাম মোস্তফা নয়নের রড, সিমেন্ট ও টিনের দোকান ফুয়াদ ট্রেডার্স থেকে এক লাখ সাড়ে ১২ হাজার, ছাত্রদলের বাগাতিপাড়া সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুইটের রেজওয়ান ইলেকট্রনিকস থেকে এক লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল সেট, শিফাত সুস্টোর থেকে ৫৯ হাজার, সজীব স্টোরে ৫৫ হাজারসহ ব্রাদার্স ফার্মেসি, রোগমুক্তি ফার্মেসি, সিটু স্টোর, সরকার স্টোর, শিমুল এগ্রো এন্টাপ্রাইজ, আলিফ ইলেকট্রনিকস অ্যান্ড হার্ডওয়্যার এবং সিদ্দিক স্টোরের তালা ভেঙে কয়েক লাখ নগদ টাকা নিয়ে চলে যায়। বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। ব্যবসায়ীরা ডাকাতির মামলা দিলে নেওয়া হবে। মামলা না হলেও ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।