Published : Thursday, 21 January, 2021 at 6:56 PM, Update: 21.01.2021 7:28:47 PM
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং। বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এবছর মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বসুন্ধরা কিংস শহীদ ধীরেন্দ্রনাথ ষ্টেডিয়ামকে হোমগ্রাউন্ড করেছে। সে হিসেবে ঘরের মাঠে প্রথম হারের স্বাদ নিলো মোহামেডান।
বিকাল তিনটায় শুরু হওয়া টান টান উত্তেজনায় ভরা ম্যাচে প্রথমার্ধের প্রথম ৩০ মিনিট বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে মোহামেডান। এরপরই পাল্টা আক্রমণ শুরু করে সাইফ স্পোর্টিং। আক্রমণের ফলও আসে দ্রুত। স্ট্রাইকারদের নৈপুণ্যে ৪৩ মিনিটে আরিফুল ইসলামের গোলে এগিয়ে যায় সাইফ। পিছিয়ে পরে ডিফেন্স গুছিয়ে ওঠার আগেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারো গোল হজম করতে হয় মোহামেডানকে। এবার সাইফ স্পোর্টিংয়ের মিডফল্ডার জন ওকলি ৪৬ মিনিটে গোল করে ২-০তে এগিয়ে দেন দলকে।
দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই মোহামেডান নিজেদের খেলায় ফেরানো চেষ্টা করে। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় গোল করে ব্যবধান কমিয়ে আনেন মোহামেডানের অধিনায়ক জাপানি ফুটবলার ওরিও নাগাতা। এর পর বার বার চেষ্টা করেও খেলায় সমতা আনতে পারেনি ঐতিহ্যবাহী ফুটবল দলটি।
এর আগে বিকাল আড়াইটায় কুমিল্লার মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার ফারুক আহমেদ। এসময় কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খেলা শুরু আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রয়াত সহ-সভাপতি বাদল রায়ের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।