পন্ডিত ধর্মরক্ষিত মহাথেরোর মৃত্যুর ৭ম দিনে সংঘদান
Published : Friday, 22 January, 2021 at 12:00 AM
কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহারে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষিত পন্ডিত উপসংঘরাজ অধ্যাপক ধর্মরক্ষিত মহাথেরোর মৃত্যু পরবর্তী ৭ম দিনে তাঁর কর্মময়, উজ্জ্বলতম জীবনাচার, পান্ডিত্য বিষয়ে আলোচনা, সংঘদান, অষ্টগরিষ্কারদান অনুষ্ঠানে অট্রেলিয়া প্রবাসী প্রজ্ঞানন্দ ও কুমিল্লাবাসী বিভিন্ন গ্রামের দায়কদের সহযোগিতায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বার্তালা বেলখাইন সদ্ধর্মানন্দ বৌদ্ধ বিহারাধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথের। প্রধান আলোচক ছিলেন পটিয়া কেন্দ্রীয় বিহারাধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথের, কুমিল্লা নোয়াখালী সংঘরাজ ভিক্ষুক সমিতির সভাপতি প্রজ্ঞাশ্রী মহাথের, চট্টগ্রাম দেবনাহাড় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারাধ্যক্ষ আয্যপ্রিয় মহাথের, ঘনিখালী বেলুবন বিহারাধ্যক্ষ সাধনপ্রিয় ভিক্ষু। সভাপতিত্ব করেন জিনশেন মহাথের।
২য় পর্বে সর্বসাধারণের উপস্থিতিতে বিশিষ্ট আটজনের রুদ্ধদ্বার বৈঠকের সিদ্ধান্তক্রমে আটজনের উদযাপন কমিটি গঠন করা হয়। তাঁদের পারস্পরিক আলোচনার ভিত্তিতে সম্ভাব্য ১২ বা ১৩ ফেব্রুয়ারি পেঠিকাবদ্ধ অনুষ্ঠান, বর্ধিত সমিটি গঠন, আন্ত্যেষ্টিক্রিয়াসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ১৯৯১ সালে আলশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের প্রয়াত পূর্ণানন্দ মহাথের, ২০০৩ সালে ১০ সংঘরাজ জ্যোতি পাল মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রয়াত ভান্তের অনুষ্ঠান সুসম্পন্ন করার অঙ্গীকার করেন এই কমিটি। কমিটির সভাপতি কর্মবীর শীলভদ্র মহাথের, কার্যকরী সভাপতি সাংবাদিক অশোক বড়–য়া, প্রধান সমন্বয়কারী ধর্মপাল থের, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ সাধন মিত্র সিংহ, অর্থবিষয়ক সম্পাদক এডভোকেট দিবসজ্যোতি বড়–য়া, সাহিত্য ও প্রচার সম্পাদক সুমির বড়–য়া তনু, দপ্তর সম্পাদক প্রজ্ঞাবংস থের, স্বেচ্ছাসেবক সম্পাদক বিদ্যুৎ সিংহ।
অনুষ্ঠানে পূর্ণজ্যোতি সংগঠনের উপদেষ্টা, প্রজ্ঞাদিপ্তী ভিক্ষু ও সাধারণ সম্পাদক সবুজ বড়–য়া তাঁদের সংগঠনের উদ্যোগে প্রয়াত ভান্তের একটি শ্বেতপাথরের মূর্তি গড়ার ঘোষণা দেন। শবদেহে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ নেতা চিত্তরঞ্জন ভৌমিক, অর্থমন্ত্রীর একান্ত সচিব কে এম সিংহ রতনসহ আরো নেতৃবৃন্দ।