ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডের মশিআপুউ প্রকল্পের উদ্যোগে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স
Published : Friday, 22 January, 2021 at 12:00 AM
গতকাল বৃহস্পতিবার বার্ডের মহিলা শিক্ষা, আয় ও পুষ্টি উন্নয়ন প্রকল্প এর উদ্যোগে আয়োজিত করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে গ্রামীণ সমাজে স্বাস্থ্য সুরক্ষা ও পরিচর্যা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী  অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। প্রধান অতিথি মশিআপুউ প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য কীট (সাবান, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, তিন পরত বিশিস্ট সুতি মাস্ক, স্বাস্থ্য কীট) ইত্যাদি বিতরণ করছেন। ১৭-২১ জানুয়ারি ২০২১ মেয়াদে এ কোর্সে ৩৬ জন্য অংশগ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণ করেন। এ কোর্সের কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন  নাছিমা আক্তার, যুগ্ম পরিচালক ও প্রকল্প পরিচালক (মশিআপুউ)। সহযোগী কোর্স পরিচালক ও কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন বার্ডের উপ পরিচালক বেগম ফরিদা ইয়াসমিন ও বেগম সাইফুন নাহার।