ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৯ মামলার আসামি জয়নাল গ্রেপ্তার
Published : Friday, 22 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা সদর বাজারের নাইঘর মোড় থেকে যাবৎজীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্র, ডাকাতি, মাদক, চুরি মামলার পলাতক আসামী মোঃ জয়নাল হোসেন ওরফে জয়নাল ডাকাতকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত জয়নাল হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের তজু মিয়ার ছেলে। সে অস্ত্র, ডাকাতি, মাদক, চুরি মামলাসহ ব্রাহ্মণপাড়া থানার ৯টি মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক এর নেতৃত্বে এসআই মনিরুল ইসলাম চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে ওই বাজারের নাইঘর মোড় থেকে মোঃ জয়নাল হোসেন ওরফে জয়নাল ডাকাতকে গ্রেফতার করেন পুলিশ। পরে গতকাল বৃহস্পতিবার (২১জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত জয়নাল হোসেনকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত জয়নাল হোসেন ওরফে জয়নাল ডাকাত যাবৎজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। তার বিরোদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে ব্রাহ্মণপাড়া থানায় একই অভিযোগে ৯টি মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।