ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ম্যাজিক বালি’ গছিয়ে ৫০ লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার প্রতারক
Published : Saturday, 23 January, 2021 at 4:01 PM
‘ম্যাজিক বালি’ গছিয়ে ৫০ লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার প্রতারক বালির বস্তা গছিয়ে কড়ায় গণ্ডায় সোনার দাম বুঝে নিয়েছিল প্রতারক। সোনার দোকানিকে বুঝিয়েছিল, এই বালি যে সে বালি নয়। একেবারে জাদুমন্ত্র দেওয়া বালি! নাম ‘ম্যাজিক বালি’। বাংলা (পশ্চিমবঙ্গ) থেকে আনা। এই বালি গরম করলেই সোনা হয়ে যাবে! এই সব বুঝিয়ে ৪ কিলোগ্রাম ওজনের বালি গছিয়ে জহুরির কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিল প্রতারক। ম্যাজিক বালির বস্তার ‘যৎসামান্য’ দাম হিসাবে। পুণের ঘটনা। খবরটি দিয়েছে ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। প্রতারককে পরে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা-সহ ভারতীয় দণ্ডবিধির ৩টি ধারায় মামলা রুজু করা হয়েছে।
টানা এক বছরেরও বেশি সময়ের ‘বন্ধু’। তাই প্রতারকের ছলনা বিশ্বাসও করে ফেলেছিলেন সোনার দোকানি। দৈনিকের প্রতিবেদন জানাচ্ছে, পুণের হাদসপুর এলাকার ওই সোনার দোকানি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। এফআইআর-এ জানিয়েছেন, রোজ সকালে দুধ দিতে টানা এক বছর ধরে তাঁর বাড়িতে আসত ওই প্রতারক। তাঁর সঙ্গে খুব গল্প করত। তাঁর পরিবারের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলেছিল সে। ফলে, বাংলা থেকে আনা 'ম্যাজিক বালি'র কথা শুনে প্রতারককে বিশ্বাস করে ফেলেছিলেন সোনার দোকানি। পরে বালি গরম করে বুঝতে পারেন, তিনি দারুণ ভাবে ঠকেছেন। ৪ কিলোগ্রাম ওজনের বালির দাম হিসাবে প্রতারককে নগদ ৩০ লক্ষ টাকা এবং ২০ লক্ষ টাকা মূল্যের গহনা দিয়েছেন বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন সোনার দোকানি।