বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বোয়ালিয়া থানার ভদ্রা
এলাকায় কলেজ ক্যাম্পাসের ভেতরে হোস্টেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে
লাশটি উদ্ধার করা হয়।
বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল সুপার গোলাম
মাওলা বলেন, করোনা ভাইরাসের কারণে কলেজ বন্ধ ঘোষণা করা হলে ইকবাল ভারতে
চলে যান। গত তিনদিন আগে ইকবাল জাফর রাজশাহীতে ফেরেন।“শুক্রবার রাতে
বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকবালের
ঝুলন্ত লাশ দেখতে পায় তার বন্ধুরা। পরে তারা দরজা ভেঙে ইকবালকে উদ্ধার করে
হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।”ইকবালের
বন্ধুদের বরাতে গোলাম মাওলা বলেন, সম্প্রতি প্রতি ইকবালের এংগেজমেন্ট হয়।
কিন্তু তার অন্য একটি মেয়র সঙ্গে সম্পর্ক ছিল। এ নিয়ে সে মানুষিকভাবে
বিপর্যস্ত ছিল।এর জেরে ইকবাল আত্মহত্যা করেছে বলে ধারণা হোস্টেল সুপারের।ওসি
বলেন, লাশ ময়নাতদন্তে জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে
জানা যাবে, ছেলেটি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।