ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিভিন্ন প্রার্থীদের অভিযোগ-বরুড়ায় অবাধ-সুষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি জেলা প্রশাসনের
Published : Sunday, 24 January, 2021 at 12:00 AM, Update: 24.01.2021 12:26:23 AM
বিভিন্ন প্রার্থীদের অভিযোগ-বরুড়ায় অবাধ-সুষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি জেলা প্রশাসনেরইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া পৌরসভার নিবার্চন আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ করার লক্ষ্যে সকল প্রার্থীদের মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবুল ফজল মীর আশ^স্ত করেন। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে বরুড়া উপজেলা অডিটোরিয়ামে সিনিয়র জেলা নির্বাচন অফিসার কুমিল্লা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অীতথি হিসেবে বক্তব্য রাখে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার), বর্ডারগার্ড কুমিল্লা ব্যাটালিয়ন ১০ এর অধিনায়ক গোলাম ফজলে রাব্বি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, এন, এস,আই এর যুগ্ম পরিচালক জিএম আলিম উদ্দিন, র‌্যাব ১১ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুল সাকিব, জেলা আনসার বিডিপি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম প্রমুখ। প্রতিদ্বন্ধি প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে আচরন বিধি প্রতিপালন ও আইন শৃংঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সময় সকল দলের মনোনিত ও স্বতন্ত্র মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রার্থীরা বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, আগামীকাল থেকে মোবাইল কোর্ট চলমান থাকবে। অবৈধ মোটর সাইকেল কাল থেকে আটক করা হবে। জনগণ ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবেন। কোন বহিরাগতকে বরুড়া পৌরসভার সীমানায় ২৮ জানুয়ারী থেকে পেলেই গ্রেফতার করা হবে। শান্তি ও সুষ্ঠ নির্বাচন করার জন্য প্রশাসন সকল ব্যবস্থা গ্রহন করবেন। সভা শেষে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করার কথা থাকলে জরুরী কাজ থাকায় ব্রিফিং দিতে পারেননি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন।