ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ঘর পেল ২০ গৃহহীন পরিবার
Published : Sunday, 24 January, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি ||
দাউদকান্দিতে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলে ২০ জন ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে । শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন-গৃহহীনদের দুই ঘর বিশিষ্ট ৬৬ হাজার পাকা বাড়ির চাবি বুঝিয়ে দেন।
দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইউনিুছ মিয়া, দাউদকান্দি পল্লী বিদ্যুতের ডিজিএম সেলিনা আক্তার, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আবুল হাসেম সরকার, দাউদকান্দি প্রেস কাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।