কাছেই ফুটওভার ব্রিজ থাকতেও এভাবে রাস্তা পার হতে গিয়ে নিহত হয়েছেন ওই ব্যক্তি।
রাজধানীর শনিরআখড়া এলাকায় ফুটওভার ব্রিজ থাকলেও তাতে না উঠে কয়েক হাত দূরত্বে রোড ডিভাইডারের ফাঁকা দিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল একজনের।
সোমবার বেলা ১২টার দিকে দনিয়া কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান।
নিহত মো. অলিউল্লাহর (৪৮) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ওসি মাজহারুল জানান, ব্যস্ত ওই রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান অলিউল্লাহ।
শাওন নামে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনার পর রাস্তায় নিহতের মগজ পড়ে ছিল। এ সময় সেখানে যানজটের সৃষ্টি হয়।”
তিনি বলেন, “ব্যস্ত এই রাস্তার ওপাশে ছোট একটা কাটা রয়েছে। একটু দূরে ওভারব্রিজ থাকলেও অনেকেই ওই কাটা অংশ দিয়ে রাস্তা পারাপার হতে চায়। ওই ব্যক্তিও ওইভাবে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।”
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তাকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।