ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শীত-কুয়াশার সপ্তাহ যাবে কুমিল্লায়
দৃষ্টিসীমা নেমে আসতে পারে শূন্য মিটারে-----
Published : Monday, 25 January, 2021 at 12:00 AM, Update: 25.01.2021 12:17:15 AM

শীত-কুয়াশার সপ্তাহ যাবে কুমিল্লায় মাসুদ আলম ।।
কুমিল্লায় মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা আরো কমার বার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। এমনকি, ঘনকুয়াশায় দৃষ্টিসীমা শূন্য মিটারে নেমে আসতে পারে। যার কারণে চলতি সাপ্তাহজুড়ে তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরও বাড়বে। মাঝে কিছুটা তাপমাত্রা বাড়লেও শীতের অনুভূতি থাকবে। কুমিল্লায় গতকাল রবিরার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আর গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছিল ১০.০০ ডিগ্রি সিলসিয়াসের কাছাকাছি। আগামী সপ্তাহ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করবে। তথ্যগুলো নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া।
তিনি বলেন, শুক্রবারের আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় প্রকৃতিতে তাপমাত্র কমেছে। বেড়েছে শীতের প্রভাব ও ঘন কুয়াশা। চলতি সপ্তাহজুড়ে সারারাত ও সকাল পর্যন্ত কুয়াশার প্রভাব থাকবে। ঘন কুয়াশা দৃষ্টিসীমার শূন্য মিটারে নেমে আসতে পাবে।  
তিনি আরও জানান, দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা না থাকা এবং কুয়াশার প্রভাবে সূর্যের আলো প্রকৃতিতে না পৌঁছানোর কারণে সন্ধ্যার পর থেকে জুড়ে বসতে থাকে শীত। রাত যত বাড়তে থাকে তাপমাত্রাও তত কমতে থাকে। শুরু হয় শীতে তীব্রতা।
কুমিল্লার আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, শীতের এই মৌসুমে কুমিল্লায় সর্বনিম্ন ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসে। ৯.৩ থেকে ১০.১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও সর্বশেষ গতকাল রবিবার কুমিল্লা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০-২ ডিগ্রি আর গ্রামে ছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে কুমিল্লায় সবচেয়ে বেশি শীত পড়ে। আশঙ্কা করা হচ্ছে, জানুয়ারিতে তাপমাত্রা আরও কমতে পারে।
এদিকে, শীত ও কুয়াশা বাড়লে সবচেয়ে বেশি কষ্টে পড়েন রাস্তায় কর্মরত সাধারণ শ্রমজীবী মানুষ। বিশেষ করে রিকশাওয়ালা, ফুটপাতের দোকানদার এবং রাস্তায় যাদের বসবাস, তারা বিপদে পড়ে যান। ##