ব্রাহ্মণপাড়ায় খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে ক্যারাভ্যান রোডশো
Published : Tuesday, 26 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ক্যারাভ্যান রোডশো অনুষ্ঠিত হয়েছে। খাদ্য মন্ত্রনালয়ের প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সোমবার (২৫ জানুয়ারি) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এই রোডশোর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মনিরা বেগম উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মু. আরিফুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রোডশোর ক্যারাভ্যানটি দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে এবং জনবহুল স্থানে খাদ্যে নিরাপদতা শীর্ষক জন সচেতনতা মূলক ভিডিও চিত্র প্রদর্শন করেন এবং জন সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের মধ্যে সচেতনাতা সৃষ্টি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা ও সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার জন্য খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। এর অংশ হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ব্রাহ্মণপাড়ায় ক্যারাভান রোডশো করা হয়েছে। পর্যায়ক্রমে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি এলাকায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক সেমিনারের আয়োজন করা হবে।