সূচক কমেছে পুঁজিবাজারে
Published : Tuesday, 26 January, 2021 at 12:00 AM
সপ্তাহের দ্বিতীয় দিন সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৫ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে ৫ হাজার ৭৮৯ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৪৫৮ কোটি ৬৩ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, আর কমেছে ২০২টির। আর অপরিবর্তিত রয়েছে ৮১টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৬ দশমিক ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০২ দশমিক শূণ্য ১ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১০৮ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৭৮ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬৪ শতাংশ কম।
সিএসইতে ৫২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৬ কোটি ৮৪ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।