ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
মো. হাবিবুর রহমান
Published : Wednesday, 27 January, 2021 at 7:35 PM
মুরাদনগরে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণকুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল খন্দকার অছিউদ্দিন দারুল কোরআন শিশু সদন কমপ্লেক্স থেকে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার তুলে দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী আব্দুস সালামের সভাপতিত্বে কাজিয়াতল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বে-সরকারি এতিমখানা কল্যাণ সমিতির সভাপতি হাফেজ বাশারত ভুইয়া ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ লোকমান, বুটিয়াকান্দি দরবার শরিফের পরিচালক মাওলানা শাহ্ এমদাদুল হক, উম্মে সাকিনা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আবু ইউসুফ, মাহ্বুবা খাতুন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন খন্দকার, মাদ্রাসার পরিচালক হফেজ কাজী ওমর ফারুক খন্দকার প্রমুখ।  
পুরস্কার বিতরণ শেষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান এতিমখানার অফিস কক্ষ, ক্লাশ রুম, ষ্টোর রুমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এতিমখানা কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ দিকে মঙ্গলবার রাতে আলহাজ্ব হযরত মাওলানা কাজী জসিম উদ্দিন খন্দকার (রহ:) প্রতিষ্ঠিত কাজিয়াতল দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ৪৬তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, শাইখুল হাদিস মুফতী দ্বীন মোহাম্মদ আশরাফ, মাওলানা গাজী ইয়াকুব ইসমানী, মাওলানা কাউছার আহম্মেদ আশরাফী ও মাওলানা কাজী বেলাল হোসাইন প্রমুখ।