দেবিদ্বারে তিনযুগেরও বেশি সময় ধরে দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে সদরের নিউমার্কেটের পানবাজারের অবৈধভাবে গড়ে তোলা প্রায় অর্ধশত দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ইউএনও রাকিব হাসান। উচ্ছেদ অভিযানে পানবাজারের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় অর্ধশত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো.আবুল কাশেম ওমানী, সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন, পৌর সচিব মো.ফখরুল ইসলাম, ডিজিএম মৃনাল কান্তি চৌধুরি, পৌরসভার ইঞ্জিনিয়ার মোসা. জোবেদা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।
ইউএনও রাকিব হাসান বলেন, নিউ মার্কেটের এ সড়কটি প্রায় তিনযুগেরর বেশি সময় ধরে অবৈধভাবে দখল ছিলো। রাস্তাটি ব্যবসায়ীদের অবৈধভাবে দখলে থাকায় সুরু হয়ে পড়েছিলো। মানুষের চলাচলে ভোগান্তি দূর করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, ইতোপূর্বে দেবিদ্বার নিউ মার্কেটের চত্ত্বরে অবৈধভাবে দখলে থাকা কয়েক একর জায়গা দখল মুক্ত করা হয়েছে। দেবিদ্বার নিউমার্কেটকে সৌন্দর্যবর্ধনসহ নানা উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। যারা সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে তারা যত শক্তিশালীই হোক না কেন কাউকে ছাড়া হবে না।