‘বাঁচলো কৃষক বাঁচলো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে খলিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফতেহাবাদ ইউনিয়ন কৃষকলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোসলেহ উদ্দিন বিএসসি। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো.ুরফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল শাহাদাত সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মফিজুল ইসলাম, ইউপি সদস্য ও যুবলীগের সদস্য মো. বিল্লাল হোসেন ভূঁইয়া।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কেএম কামরুজ্জামান মাসুদের পরিচালনায় সম্মেলনে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নির্বাচিত হন মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাজী মো. আ.মতিন।
সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কৃষকদের বিনামূল্যে সার, বীজ কিটনাশকসহ আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উদ্বুদ্ধ করতে কৃষকদের যাতে কষ্ট লাঘব হয় সেজন্য কোটি কোটি টাকা বর্তুকি দিচ্ছে। কৃষক বাঁচলে এ দেশ বাঁচবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ স্বপ্নই দেখেছিলেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, কৃষকলীগ নেতা মো. মনিরুল ইসলাম প্রমুখ।