আরামবাগের ওপর ‘বুলডোজার’ চালালো শেখ জামাল
Published : Thursday, 28 January, 2021 at 12:00 AM
তিন
গাম্বিয়ানের রসায়নে দুর্দান্ত খেললো শেখ জামাল। রীতিমতো ‘বুলডোজার’
চালিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের ওপর। বুধবার একচেটিয়া দাপট দেখিয়ে শফিকুল
ইসলাম মানিকের দল ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আরামবাগকে।
এখন পর্যন্ত লিগে এটাই কোনও দলের বড় ব্যবধানে জয়।
গাম্বিয়ান
ফরোয়ার্ড পা ওমর জোবে প্রিমিয়ার লিগে চার গোল পেয়েছেন। এছাড়া তারই স্বদেশি
সোলেমান সিল্লা করেছেন জোড়া গোল। আর তাতে শেখ জামালের হ্যাটট্রিক জয়
নিশ্চিত হয়েছে আজ। বিপরীতে টানা চতুর্থ ম্যাচে হার দেখলো আরামবাগ। অন্য
ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।
বঙ্গবন্ধু
জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ছিল শেখ জামালের আধিপত্য। একের পর এক আক্রমণ
শাণিয়েছে। শুধু তিন গাম্বিয়ানই নন, উজবেকিস্তানের প্লে-মেকার ওতাবেক ভ্যালি
ইয়োনভের পারফরম্যান্সও ছিল দেখার মতো।
শেখ জামাল প্রথম গোলের দেখা পায়
ম্যাচের ১৪ মিনিটে। রেজাউল করিমের ডান প্রান্তের ক্রসে প্লেসিং করে দলকে
এগিয়ে নেন পা ওমর জোবে। ১৮ মিনিটে ওতাবেক ভ্যালি ইয়োনভের ক্রসে গাম্বিয়ান
ফরোয়ার্ড সোলেমান সিল্লা ফাঁকায় থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। আক্রমণ
ধরে রেখে ৩০ মিনিটে আসে জামালের তৃতীয় গোল। সতীর্থের ক্রস থেকে ডান পায়ের
শটে সোলেমান সিল্লা গোলকিপার আবুল কাশেম মিলনকে হারিয়েছেন অনায়াসে।
হ্যাটট্রিকও
পেতে পারতেন সোলেমান। কিন্তু সোলেমান কিংবা রেজাউল করিমের প্রচেষ্টা
ব্যর্থ হয়ছে। বরং এই অর্ধে ৪০ মিনিটের সময় মুরাদ হোসেনের প্লেসিং ক্রস
বারের ওপর দিয়ে গেলে আরামবাগের গোল শোধের সুযোগ নষ্ট হয়।
বিরতির পরও
আক্রমণ অব্যাহত থাকে শেখ জামালের। উল্টো দিকে বিদেশি খেলোয়াড় নামিয়েও হার
এড়াতে পারেনি আরামবাগ। ৪৭ মিনিটে সতীর্থের ক্রস থেকে সোলেমানের হেড এক
ডিফেন্ডার গোল লাইন থেকে কিয়ার করেন।
তার পর ৬০ মিনিটে আবারও গোলবন্যা
শুরু হয় শেখ জামালের। সলোমন কিংয়ের ক্রসে পা ওমর জোবের প্লেসিং করে গোল
করেন। দুই মিনিট পর স্কোর লাইন দাঁড়ায় ৫-০। বক্সের প্রান্ত দিয়ে পা ওমর
জোবে জোরালো শটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। প্রিমিয়ার লিগে এটাই
প্রথম হ্যাটট্রিক এবার।
ইনজুরি সময়ে জাহিদের ক্রসে পা ওমর জোবে প্লেসিং করে নিজের চতুর্থ ও দলের হয়ে ষষ্ঠ গোলটি করে আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
অপর
দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচ
হয়েছে এই দিন। তাতে ব্রাদার্স ইউনিয়ন ৩-৩ গোলে উত্তর বারিধারার সঙ্গে ড্র
করেছে। দুইদল এতে করে প্রথম পয়েন্ট অর্জন করেছে। ব্রাদার্স ইউনিয়নের চার
ম্যাচে এক পয়েন্ট। এক ম্যাচ কম খেলা উত্তর বারিধারার সংগ্রহ এক পয়েন্ট।