আবারও
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলী। কলকাতার আনন্দ
বাজারের খবর, মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় ক্রিকেট বোর্ড
সভাপতি। বুধবার ব্যথা বাড়লে সকালেই তাকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়।
তবে এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।
গাঙ্গুলীর ঘনিষ্ঠ একজন দ্য হিন্দুকে বলেছেন, ‘চিকিৎসকেরা যা যা করণীয় করছেন। তার পরেই বোঝা যাবে পরিষ্কার চিত্রটা আসলে কী।’
সর্বশেষ
২ জানুয়ারি একইভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ‘প্রিন্স অব ক্যালকাটা।’ রুটিন
মেনে জিম করছিলেন। শুরুতে পিঠের দিকে ব্যথা অনুভব করার পর মাথা ঘুরে পড়ে
যান। অবশ্য পরে জানা গেছে, মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে বুকে ব্যথা অনুভব
করছিলেন। সেই ঘটনায় তাকে হাসপাতালে থাকতে হয় ৫দিনের মতো। তখন তার হৃদপিন্ডে
তিনটি ব্লক ধরা পড়েছিল। যে কারণে প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টির পর বুকে দুটি
স্টেন্টও বসানো হয়। তার পরেই তিনি সুস্থ হয় বাড়ি চলে যান ৭ জানুয়ারি।