ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গোমতীর চরে জীবন মানোন্নয়নে বার্ডের প্রশিক্ষণ কর্মশালা
গবেষণায় গোমতি-মেঘনার চরাঞ্চলের মানুষের জন্য নতুন ধার উন্মোচন করবে--
Published : Thursday, 28 January, 2021 at 12:00 AM, Update: 28.01.2021 1:53:18 AM

গোমতীর চরে জীবন মানোন্নয়নে বার্ডের প্রশিক্ষণ কর্মশালামাসুদ আলম: ‘চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অভিযোজন কার্যক্রমে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৭ জানুয়ারি) বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার আয়োজনে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরচাষী গ্রামে এই কর্মশালার আয়োজন করেন। প্রশিণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা বার্ডে মহাপরিচালক মোঃ শাহজাহান। বার্ড পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদেরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ গজারিয়ার উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রশিণ কর্মশালা যুব সমাজকে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অভিযোজন কার্যক্রমে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা পালন করবে। "অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়ন" শীর্ষক প্রায়োগিক গবেষণা গোমতি-মেঘনার চরাঞ্চলের মানুষের জন্য নতুন ধার উন্মোচন করবে। প্রশিণ কর্মশালায় প্রশিক হিসেবে আরও উপস্থিত ছিলেন  বার্ড পরিচালক (প্রশাসন) ড. শফিকুল ইসলাম, পরিচালক (প্রকল্প) আবুল কালাম আজাদ, পরিচালক (গবেষণা) মিলন কান্তি ভট্টাচার্য্য।
কর্মশালা পরিচালক ও সহযোগী কর্মশালা পরিচালক হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ, সহকারী প্রকল্প পরিচালক আবদুল্লা-আল-মামুন।  উক্ত প্রশিণ কর্মশালায় প্রকল্পের ৪০ জন সুফলভোগী অংশগ্রহণ করেন। কর্মশালা পরবর্তীতে বার্ডের কর্মকর্তাবৃন্দ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন অভিযোজী বিভিন্ন কৃষি ও আয়বর্ধনমূলক অকৃষি কর্মকা-ের মাধ্যমে চরের মানুষের জীবিকার মানোন্নয়নের ল্েয “অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়ন” শীর্ষক প্রকল্পটি চরচাষী গ্রাম, গুয়াগাছিয়া ইউনিয়ন, গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ ও নতুন হাসনাবাদ গ্রাম উত্তর দাউদকান্দি ইউনিয়ন, দাউদকান্দি উপজেলা, কুমিল্লায় ২০২০-২০২২ তিন বছর মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে।