ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবাহনী বনাম মোহামেডান, জয় নিয়ে আশাবাদী দুই কোচ
Published : Thursday, 28 January, 2021 at 12:00 AM
আজ বিকালেই দেখা হচ্ছে বাংলাদেশ কাব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দী আবাহনী লিমিটেড ঢাকা আর মোহামেডান স্পোর্টি কাবের। ম্যাচের আগে গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝড়িয়েছে দুই দলের ফুটবলাররাই। সকাল ১১টা থেকে দুই ঘন্টার মতে অনুশীলন করে অষ্ট্রেলিয়ান কোচের শন লেনের শীষ্য মোহামেডান আর বিকাল সাড়ে ৩টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাঠে ছিলো পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস এর ছাত্ররা।  
ঢাকার বাইরে এই প্রথম আবাহনী-মোহামেডানের ম্যাচ। তাই কুমিল্লা জয় নিয়ে আশাবাদী দুই কোচই।
মোহামেডানের কোচ শন লেন কুমিল্লার কাগজকে জানান, আবাহনী পয়েন্ট টেবিলে এগিয়ে আছে, কিন্তু আমরা জয়ের জন্য খেলবো। আবাহনী চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে তাই তাদের উপর চাপটা বেশি মনে করছি। আর আমরা শুধু জয়ের জন্যই খেলবো।
দলে দুই একজন প্লেয়ার চোট পেয়েছে, তবে আশা করছি তা খেলায় কোন প্রভাব ফেলবে না। আমরা পূর্ন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বো।
টানা ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আবাহনীর কোচ ম্যারিও লামোস। তবে অপরাজিত ভাবেই্ কুমিল্লা থেকে যেতে চায় লামোস। গতকাল অনুশীলনের সময় লামোস জানায়, বড় ম্যাচ হিসেবে একটু চাপ আছে। তবে দলের ফুটবলাররা গত ম্যাচগুলো ভালো খেলেছে। তাই খুব একটা দুশ্চিন্তার না হলেও, এই ম্যাচে দলের অন্যতম প্লেয়ার জীবন আর আগুস্তোকে ইনজুরির কারনে মিস্ করতে পারেন তারা।
বৃহস্পতিবার বিকাল ৩টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচ।