Published : Thursday, 28 January, 2021 at 12:00 AM, Update: 28.01.2021 1:53:58 AM
তানভীর দিপু: আবাহনী বনাম
মোহামেডান- বাংলাদেশের ফুটবলে এই দুই দলের লড়াই বার বার ইতিহাস সৃষ্টি
করেছে। গত কয়েক মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ের আগুন নিভে নিভে
জ¦ললেও ফুটবলফ্যানদের কাছে উত্তেজনার উত্তাপ যেন শিখাচিরন্তনী। ঢাকা
ডার্বির এই ম্যাচ এবারই প্রথম হচ্ছে ঢাকার বাইরে কুমিল্লায়। সুপার ক্যাসিকো
ম্যাচের উত্তেজনার পারদ গলাতে প্রস্তুত কুমিল্লার ভাষা সৈনিক শীহদ
ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।
আজ বিকেল ৩টায় শহীদ ধীরেন্দ্রনাথ
স্টেডিয়ামে শুরু হবে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। গতকাল বুধবার সকালে
হোমগ্রাউন্ড কুমিল্লায় অনুশীলন করেছে মোহামেডানের অষ্ট্রেলিয়ান কোচ শন
লেনের শীষ্যরা। বিকেলে অনুশীলনে নামে অবাহনী লিমিটেড। বড় ম্যাচকে সামনে
রেখে পয়েন্ট টেবিলের চাপে থাকলেও সেটা মানতে রাজি নন মোহামেডান কোচ। দলের
প্রধান দুই-তিনজন ফুটবলার ইনজুরিতে থাকলেও ম্যাচে জয় নিয়ে আশাবাদী লেন। তবে
মেইন স্কোয়াডে কে খেলবে না খেলবে, তা নিশ্চিত হবে টিম মিটিংয়ে। এদিকে চোট
পেয়েছেন মোহামেডানের কাপ্তান উরু নাগাতা। তবে আজ খেলা নিয়ে কোনো সংশয় নেই
জানালেন মোহামেডানের অধিনায়ক। অনুশীলনেও খুব একটা দেখা যায়নি তাকে। তবে বড়
ম্যাচ হিসেবে আবাহনীকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন উরু। আবাহনীর চেয়ে পয়েন্ট
টেবিলে অনেক পিছিয়ে থাকলেও ভালো খেলে পয়েন্ট নিয়েই ফিরতে চায় সাদা-কালো
জার্সির মোহামেডান।
গতকাল বিকেলে কুমিল্লা স্টেডিয়ামে অনুশীলনে আসে গত ৩
ম্যাচে টানা জয়ে থাকা আবাহনী লিমিটেড, ঢাকা। ডার্বি ম্যাচ হলেও শক্ত
মনোভাব নিয়েই মাঠে নামবেন বলে জানালেন ক্যাপ্টেন আবাহনী সোহেল রানা। তবে
ম্যাচে ইনজুরির কারণে জাতীয় দলের ফুটবলার জীবন আর ব্রাজিলিয়ান আগুস্তো না
খেলার সম্ভাবনার কথা জানান দলের এই মিডফিল্ডার। সব কিছু নিয়ে মামুনুলদের
উপর আবাহনী সমর্থকদের যে আস্থা তা ষোলআনা পূরণ করতেই প্রতিজ্ঞ আকাশী-নীলরা।
ঢাকা ডার্বি- কিন্তুখেলা হচ্ছে এবার কুমিল্লায়। আবাহনী-মোহামেডান দুই দলই
চাইবে জিততে। ঐতিহাসিক এই ম্যাচটিকে তাই গুরুত্বের সাথেই নিয়েছেন আবাহনীর
পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস। গত ম্যাচগুলোতে আবাহনীর খেলোয়াড়দের নৈপুণ্যে
খুশি ল্যামোস। তারপরও বড় ম্যাচ, প্রত্যাশাও অনেক; সে অনুযায়ী প্রস্তুতিও
নেয়া হচ্ছে।
ম্যাচের আগে স্কোর কী হবে, বাঘে-সিংহে লড়াইয়ের এ ম্যাচে তা
কোনোভাবেই বলা সম্ভব না। পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থাকা মোহামেডানও নিয়ে
নিতে পারে পূর্ণ নম্বর । আর শীর্ষে দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনী যদি জিতে
যায়, অপরাজিত থেকেই স্বাগতিকদের মাঠ থেকে কেড়ে নেবে পয়েন্ট।
তাই দুই
দলের ম্যাচকে ঘিরে গত কয়েক দিন ধরেই কুমিল্লার ফুটবল প্রেমীদের মধ্যে চাপা
উত্তেজনা। কুমিল্লা স্টেডিয়ামে গত দুই ম্যাচের চিত্র দেখলে অনুমান করা যায়,
এই ম্যাচে তিলধারণের ঠাঁই থাকবে না গ্যালারিতে। জনপ্রতি ৩০ টাকা দামের
টিকিট নিয়েও খেলা দেখার জন্য প্রস্তুত কুমিল্লাবাসী।
এদিকে মাঠ নিয়ে
সন্তুষ্টি দুই দলের কোচের মুখে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ
জাতীয় স্টেডিয়ামের চেয়ে ভালো বলে মন্তব্য করছেন মোহামেডান কোচ শেন লীন। আর
আবাহনীর কোচ ম্যারিও ল্যামোসের মন্তব্য- দর্শক হলে এই মাঠ বাংলাদেশের
অন্যতম সেরা ফুটবল মাঠ।
আবাহনী-মোহামেডান নিয়ে ম্যাচের আগেই উত্তেজনা
সারা দেশে। হোমগ্রাউন্ড হিসেবে মোহামেডান কুমিল্লায় কিছুটা সুবিধা পেলেও
পয়েন্ট টেবিলে এগিয়ে আছে আবাহনী। টানটান উত্তেজনার এই ম্যাচটিকে সফল করতে
সব প্রস্ততি নিয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।