Published : Thursday, 28 January, 2021 at 12:00 AM, Update: 28.01.2021 1:53:44 AM
স্টাফ
রিপোর্টার।। কুমিল্লার ঐতিহ্যবাহী বীরচন্দ্র গণ পাঠাগার ও মিলনায়তন
(টাউনহল) প্রতœ সম্পদ হিসেবে সংরক্ষণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের
নিমিত্তে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে
জুম অ্যাপের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত
সচিব আব্দুল মান্নান ইলিয়াস সভাপতিত্ব করেন। সভায় কুমিল্লার জেলা প্রশাসক
আবুল ফজল মীরসহ কমিটির সদস্যরা অংশ নেন। সভায় কুমিল্লা টাউন হল কমিটির
আবিদুর রহমান জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদও অংশ নেন।
সভা
শেষে অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস জানান, বৈঠকে টাউন হলের বিষয়ে
সিদ্ধান্ত চূড়ান্ত হয় নি। আজ বৃহস্পতিবার কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেয়া হবে
এবং সিদ্ধান্ত জানানো হবে।