প্রতিভার খোঁজে বাফুফে
Published : Saturday, 30 January, 2021 at 12:00 AM
ফুটবল প্রতিভার খোঁজে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার থেকে তাদের খেলোয়াড় বাছাই শুরু হবে। দেশব্যাপী এই কর্মসূচিতে তিন ধাপে ৬৪ জেলা ও ৮টি বিভাগ থেকে অনূর্ধ্ব-১৫ বয়সী খেলোয়াড় বাছাই করা হবে। বাছাই করাদের নিয়ে ফুটবল একাডেমিতে হবে দীর্ঘমেয়াদী প্রশিণ। টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির তত্ত্বাবধানে স্থানীয় ২০ জন কোচ থাকবেন এই কার্যক্রমে।
এবার কমলাপুর স্টেডিয়ামকে একাডেমির ভেন্যু নির্ধারণ করেছে বাফুফে। আগামী মার্চ থেকে সেখানে একাডেমির কার্যক্রম চালু করার ল্েযই মূলত এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু হচ্ছে। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘মূলত একাডেমির কার্যক্রম কমলাপুর স্টেডিয়াম আগামী মার্চ থেকে শুরু করার ল্েয আমরা প্রতিভা অন্বেষণ করতে যাচ্ছি। সামনে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ এবং আগামী বছর এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব আছে। এ সব চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠনের ল্েয দীর্ঘমেয়াদী প্রশিণ কর্মসূচি হবে।’
তাই এবারের উদ্যোগ সফল করার কথাও বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘প্রতিভা অন্বেষণ একটা ধারাবাহিক প্রক্রিয়া। সেটা আমাদের চালিয়ে নিতেই হবে। এখনই একাডেমির জন্য কোন স্পন্সর পাইনি। তবে আমাদের সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির প্রধান আশ্বাস দিয়েছেন অর্থ এই উদ্যোগে কোন বাধা সৃষ্টি করবে না।’