Published : Friday, 29 January, 2021 at 12:00 AM, Update: 29.01.2021 1:34:55 AM
নিজস্ব
প্রতিবেদক: ঢাকার বাইরে কুমিল্লার মাঠে খেলা চলছে আবাহনী বনাম
মোহামেডানের। দুই দলের গ্যালারিই দর্শকে ঠাসা। তবে ঘরের মাঠ হওয়ায়
মোহামেডানের গ্যালারিই ছিলো দর্শকে ঠাসা। খেলা চলাকালে সেই দর্শকরা স্মরণ
করেছেন মোহামেডানের ‘ঘরের ছেলে’ কিংবদন্তী ফুটবলার প্রয়াত বাদল রায়কে।
‘আমরা শোকাহত’ ব্যানারে বাদল রায়ের খেলোয়াড়ি জীবন ও অবসর জীবনের ছবি
সম্বলিত ফেস্টুন দিয়ে পুরো গ্যালারি প্রদক্ষিণ করেছেন মোহামেডানের
সমর্থকরা। জানিয়েছেন বি¤্র শ্রদ্ধা।
গেলো বছরের ২২ নভেম্বর পরলোকগমন
করেন দেশের খ্যাতিমান ফুটবলার ও কুমিল্লার কৃতী সন্তান বাদল রায়। ১৯৮১ ও
১৯৮৬ সালে মোহামেডানের অধিনায়ক ছিলেন তিনি। ১৯৮৬ সালে টানা তিন বছর পর
মোহামেডানের লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাদল রায়। খেলা ছাড়ার পর
মোহামেডানের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন সাবেক এই তারকা ফুটবলার।
জানা
গেছে, ২০১৭ সালে মস্তিষ্কে রক্তরণে আক্রান্ত হন মোহামেডানের সাবেক এই
অধিনায়ক। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। দীর্ঘ
চিকিৎসার পর সেরে উঠলেও সেই অসুস্থতা ছাপ ফেলে যায় তাঁর শরীরে। গত আগস্টে
আক্রান্ত হন কোভিডে। অসুস্থ অবস্থাতেও ফুটবলের সঙ্গে নিজেকে জড়িয়ে
রেখেছিলেন। বাফুফের বিভিন্ন ব্যাপারে সোচ্চার হতে দেখা গেছে তাঁকে।
ক্যাসিনো-কা-ের পর মোহামেডানের পুনর্গঠনে রাখেন বড় ভূমিকা। সর্বশেষ বাফুফে
নির্বাচনে সভাপতি পদে নির্বাচনও করেছেন কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী
হয়ে। এর আগে বাফুফের সহ সভাপতি হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন বাদল
রায়।