দুইবার
এগিয়ে গিয়েও জিততে পারেনি আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে
২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। ফেডারেশন কাপে যেখানে ৩
গোলে জিতেছিল, সেখানে প্রিমিয়ার লিগে ড্র করতে হলো। পয়েন্ট হারানোয়
স্বভাবতই অসš'ষ্ট আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস।
‘প্রথমার্ধে আমরা
ভালো খেলেছি। সুযোগ পেয়েছি, গোলও এসেছে। দ্বিতীয়ার্ধে সেই ধারা থাকেনি।
ভালো খেলতে পারিনি। আবিওয়ালা নুরাত ও দিয়াবাতে ভালো খেলেছে। তাদের ঠেকানো
কঠিন ছিল। ২-২ ফলে আমি খুশি নই। এখন পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’-
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ম্যাচ শেষে বলেছেন লেমস।
২
গোলে এগিয়ে থেকে সাদ-সাইগানিদের গা ছাড়া ফুটবল খেলতে দেখা গেছে। বিশেষ
করে, দ্বিতীয়ার্ধের খেলায়। এ ব্যাপারে লেমস বলেছেন, ‘ফুটবলে অনেক কিছু হতে
পারে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে আমাদের খেলোয়াড়রা কিছুটা রিল্যাক্সড ছিল।
মোহামেডান চেষ্টা করে গেছে। প্রেস করে খেলেছে।
পিছিয়ে থেকে গোলও
পেয়েছে।’ আবাহনীর সঙ্গে ড্র করে অবশ্য খুশি মোহামেডান কোচ শন লেন, ‘১
পয়েন্ট পেয়ে খুশি। জিততেও পারতাম। তবে তা হয়নি। সেট পিস থেকে দুটি গোল খেতে
হয়েছে। আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছে। তাদের পারফরম্যান্সে খুশি। গোল
পেয়েছে ওরা।’ ছক বদলেই আবাহনীকে রুখে দিতে পেরেছেন বলে জানালেন মোহামেডান
কোচ, ‘দ্বিতীয়ার্ধে ফর্মেশন বদল করেছি। তা করেই সফল হয়েছি। এখন বসুন্ধরার
বিপওে ভালো খেলতে চাই।’