ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোহামেডানের ‘মানিক’
Published : Friday, 29 January, 2021 at 12:00 AM
মোহামেডানের ‘মানিক’তানভীর দিপু: মোহামেডান স্পোর্টিংয়ের খেলা যেখানে মানিক সেখানে। সাদা-কালো পতাকা হাতে, আলখাল্লা পরা ষাটে মানিক মিয়া গতকালও নিজের প্রিয় ফুটবল দল মোহামেডানের সমর্থনে পুরো গ্যালারি ছুটোছুটি করেছেন। রাজধানীর বিক্রমপুরের বাসিন্দা ১৯৮১ সাল থেকেই মোহামেডান স্পোর্টিং এর একনিষ্ঠ সমর্থক। গ্যালরিতে আশেপাশের মানুষের সাথে কম কথা বললেও মোহামেডানের খেলোয়াড়রা কোন ভুল করলেই মানিকের চিৎকার চেঁচামেচি, আর ভালো করলে একলাই যেন মাতিয়ে দেন গ্যালারি। গোল হলে তো কোন কথাই নাই। মোহামেডানের নতুন পুরাতন, অতীত বর্তমান সব ফুটবলারের নাম মুখস্ত। এখনো গ্যালারি থেকে ফুটবলারের নাম ধরে ডেকে নির্দেশনা দেন মানিক। গতকাল আবাহনী-মোহামেডান ম্যাচে ধর্মসাগর প্রান্তে গ্যালারিতে খেলা শুরুর আগেই মানিক মিয়া উপস্থিত। পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছেন এই মাথা ওই মাথা। ডাক দিয়ে জিজ্ঞাসার পর একটাই উত্তর- মানিক-বিক্রমপুর। আর কোন প্রশ্নের উত্তর দেন না তিনি। মানিক মিয়া দূর থেকেই জানান, ১৯৮১ সাল থেকে মোহামেডানের কোন খেলা মিস্ করি নাই। কিন্তু ওরা এখন আগের মত খেলে না। তারপরও আমি মোহামেডান
আবাহনী-মোহামেডান গতকালের ম্যাচে কেউ কাউকে ছাড় দেয়নি। দু’টি করে গোল করে ড্র হয় চিরপ্রতিদ্বন্দী দুটি দলের লড়াই। এর আগে অপরাজিত থাকা আবাহনী এই ম্যাচে মন খারাপ হলেও দুর্দান্ত খেলে ম্যাচে ফেরায় খুশি মোহামেডান। আবাহনীর পক্ষে গোল করেছে ব্রাজিলিয়ান  ফ্রান্সিসকো রদ্রিগেজ আর নিজেদের ফুটবলার জুয়েল রানা।অপর দিকে মোহামেডানের দু’টি গোলই করেছেন মালি’র স্ট্রাইকার সোলেমান।