একে একে চারটি ভ্যানের ওপর উঠে গেল ট্রাক
Published : Saturday, 30 January, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় মো. আল আমিন (৩৫) নামের এক বেকারির মালামাল বহনকারী ভ্যানগাড়িচালক নিহত হয়েছেন। আরেকজন চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।
পুনিয়াউট এলাকার স্থানীয় বাসিন্দা সালমান জানান, সকাল আনুমানিক সাতটার দিকে ঘন কুয়াশার মধ্যেই একটি ধানবোঝাই ট্রাক অত্যন্ত দ্রুতগতিতে পুনিয়াউট চৌরাস্তার মোড় অতিক্রম করছিল। মুহূর্তের মধ্যেই ট্রাকটি বেকারির মালামাল বোঝাই চারটি ভ্যান গাড়িকে চাপা দিয়ে পাশে থাকা দুটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে ফেলে। ট্রাকটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ভ্যানচালক নিহত হন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
এসময় ট্রাকের ধাক্কায় মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো শহরজুড়ে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে।
সততা বেকারির মালিক মো. আলম বলেন, ‘নিহত আল আমিন আমার বেকারির মালামাল প্রতিদিন সকালে বিভিন্ন খুচরা দোকানগুলোতে পৌঁছে দেয়ার কাজ করতেন। প্রতিদিনের মতো আজ সকালেও আমার এবং রহমানিয়া বেকারির মালামাল নিয়ে তারা এই মোড়ে একত্রিত হয়েছিলেন। কিন্তু ভাগ্যের কী নির্মমতা! আল আমিনকে লাশ হতে হলো, আরেকজন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে আছেন।’
পুনিয়াউট চৌরাস্তা মোড়ের এক ব্যবসায়ী বলেন, ‘এটি একটি চৌরাস্তা হলেও উভয় পাশের রাস্তা সংকীর্ণ আর খুবই বাঁকানো। দিনের স্বচ্ছ আলোতেও বড়-ছোট সব গাড়িকেই এই জায়গাটিতে সাবধানে চলতে হয়। কিন্তু আজ সকালে যখন দুর্ঘটনাটি ঘটে তখন প্রচ- কুয়াশাও ছিল। তাছাড়া গাড়িটির গতি তখন বেপরোয়া ছিল। মূলত এজন্যই ট্রাকের ড্রাইভার গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি বলে আমার মনে হচ্ছে।’
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। ভ্যানগাড়ি চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।