ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দিলে ইরান পরমাণু সমঝোতায় ফিরবে না: মার্কিন বিশ্লেষক
Published : Sunday, 31 January, 2021 at 11:58 AM
লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দিলে ইরান পরমাণু সমঝোতায় ফিরবে না: মার্কিন বিশ্লেষকআমিরেকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস’র মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক কেনেথ কাৎজম্যান বলেছেন, ইরানকে অর্থনৈতিক লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দেওয়া পর্যন্ত পরমাণু সমঝোতার সমস্ত প্রতিশ্রুতি মানতে রাজি হবে না তেহরান। ব্যাংকিং, তেল বিক্রি এবং তেলজাত পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ইরান পূর্বশর্ত হিসেবে উল্লেখ করে আসছে।

ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় ফিরে আসার জটিলতা প্রসঙ্গে আটলান্টিক কাউন্সিলের এক বৈঠকে কেনেথ কাৎজম্যান এসব কথা বলেন। 

তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে কালো তালিকাভুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে মূল বিষয়। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরানের বেশিরভাগ প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি দিতে হবে।  
কেনেথ কাৎজম্যান জানান, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের আটকে পড়া অর্থের পরিমাণ আট থেকে নয় হাজার কোটি ডলারে পৌঁছেছে যার মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই আটকে রয়েছে ৭০০ কোটি ডলার। এ নিয়ে তেহরান ও সিউলের মধ্যে মতদ্বন্দ্বতা দেখা দিয়েছে। মার্কিন এ বিশ্লেষক বলেন, ইরানকে পরমাণু সমঝোতায় ফেরাতে হলে তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।