ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার ৪
Published : Monday, 1 February, 2021 at 12:00 AM
ইসমাইল
নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার আটকিলাপাড়া ও দির্ঘভূমি
এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা ব্যবসার অভিযোগে আবু তাহের,
শামীম ও ইসলাম ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সৈয়দ হেলাল উদ্দিন আবির নামের ৪
ব্যাক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে
গ্রেফতারকৃ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০কেজি গাঁজা উদ্ধার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মনির হোসেন, এএসআই নুরুল আমিন গোপন
সংবাদের ভিত্তিতে গত শনিবার (৩১জানুয়ারি) রাতে সংঙ্গীয় ফোর্স সহ উপজেলা
সদরের আটকিলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকা থেকে
টাঙ্গাইল থানার গুলিপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে মোঃ শামিম (৩০) ও
ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের গোলাম রসুলের ছেলে মোঃ আবু তাহের (৩৭)
কে গ্রেফতার করে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা
উদ্ধার করেন। এছাড়াও পুলিশ একই দিনে অভিযান চালিয়ে উপজেলার দির্ঘভূমি
এলাকায় অভিযান পরিচালনা করে একই উপজেলার দেউস গ্রামের রবি মিয়ার ছেলে ইসলাম
(১৫) কে গ্রেফতার করে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ কেজি
গাঁজা উদ্ধার করেন। অপরদিকে একই দিনে পুলিশ উপজেলার টাকই এলা এলাকায় অভিযান
পরিচালনা করে ওই এলাকার সৈয়দ হাবিবুর রহমানের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক
আসামি সৈয়দ হেলাল উদ্দিন আবিরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল
রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ব্যপারে থানা
অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক সত্যতা নিশ্চিত করেছেন।