করোনাকালে দর্শক নিয়েই ক্রিকেট আয়োজনের পথে হাঁটছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে সীমিত পরিসরে হলেও এমনটা দেখা যেতে পারে। ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে দ্বিতীয় টেস্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন ইচ্ছায় সায় আছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেরও (ইসিবি)।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামাসামি বলেছেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে বোর্ডের কাছ থেকে কোনও প্রস্তাব পাইনি। তবে বোর্ড এ বিষয়ে আমাদের জানিয়েছে।’
অবশ্য তাৎক্ষণিকভাবে এমন পরিকল্পনায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে স্থানীয় আয়োজকদের। এমন কথাই বললেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওই কর্তাব্যক্তি, ‘প্রথম আর দ্বিতীয় টেস্টের মাঝে বেশি সময় নেই। তার ওপর টিকিটও প্রিন্ট করা হয়নি। এখন দেখা যাক কতটুকু কী হয়।’
এদিকে তিন ইংলিশ ক্রিকেটার যারা আগেভাগে ভারত পৌঁছেছেন। তারা কোয়ারেন্টিন শেষ করে চিপকে অনুশীলনে নেমে গেছেন। তবে ২৭ জানুয়ারি ভারত পৌঁছানো সফরকারী দলটির মূল সদস্যরা এখনও কোয়ারেন্টিনেই আছেন। তারা নেটে ফেরার সুযোগ পাবেন মঙ্গলবার বিকালের পর।