অবশেষে চিরচেনা জমজমাট খেলাধুলার চেহারায় ফিরছে সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘জানাইয়ার মাঠ’। শুক্রবার এই মাঠেই গড়াচ্ছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ ফটুবল টুর্নামেন্ট। বৃহৎ এই টুর্নামেন্টের আয়োজন করেছে হীরামন সমাজ কল্যাণ স্পোর্টিং কাব-জানাইয়া।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টটিতে পুরস্কারও থাকছে চোখ ধাঁধানো। জানাইয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সেবুল
মিয়া ও জুবের আহমদ খানের সৌজন্যে প্রথম পুরস্কার রাখা হয়েছে একটি মোটরসাইকেল। সাবেক ফুটবলার আবদুল আজিজ সুমন ও ফ্রান্স প্রবাসী মো. ছাইম উদ্দিনের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার রাখা হয়েছে একটি ৪০ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি।
এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম শাহর সৌজন্যে প্রতি ম্যাচে থাকছে ম্যান অব দ্যা ম্যাচ প্রাইজমানি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচজয়ী দলকে জানাইয়া গ্রামের তৈয়বুল ইসলাম জাকিরের সৌজন্যে প্রদান করা হবে একটি ২১ ইঞ্চি এলইডি টিভি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ ফুটবল টুর্ণামেন্ট কমিটি জানিয়েছে, বৃহৎ এই টুর্নামেন্টে শুভেচ্ছা ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫শ টাকা।
টুর্নামেন্টে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, ক্রীড়ানুরাগীসহ সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিচালনা কমিটির সভাপতি মো. মকদ্দছ আলী ও সাধারণ সম্পাদক আবদুল আজিজ সুমন। তারা জানান, বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের শাহজালাল রহ. এন্টারপ্রাইজের পরিচালক আবদুল জলিল জালাল, ফুটবলার আবদুর রব, শাহ আমির উদ্দিন, ওয়াসিম উদ্দিন ও শারমিন জুয়েলার্সের পরিচালক সুমন আহমদের সাথে যোগাযোগ করে টিম এন্ট্রি করা যাবে।