ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন
Published : Wednesday, 3 February, 2021 at 1:04 PM
জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজার নির্দেশে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিয়ে কার্যক্রম বন্ধ হয়।

ইউএনও মুনমুন জাহান লিজা বলেন, বকশীগঞ্জ পৌর এলাকার টিকরকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে শামীম মিয়ার (১৮) সঙ্গে মেলান্দহ উপজেলার পূর্ব আদ্রা গ্রামের ১০ শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ের আলাপ হচ্ছিলো। মেয়ের পক্ষের লোকজন ছেলে শামীম মিয়ার বাড়িতে এ নিয়ে বৈঠকে বসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ৯টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তীকে ওই বাড়িতে পাঠাই।

পরে ঘটনার সত্যতা পাওয়া গেলে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের কাছে ছেলে-মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে হবে না মর্মে অঙ্গীকার নেন। পরে বাবার জিম্মায় মেয়েকে দেওয়া হয় বলে জানান ইউএনও লিজা।