ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আ.লীগ-বিএনপিসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী
শাহীন আলম
Published : Wednesday, 3 February, 2021 at 6:30 PM
আ.লীগ-বিএনপিসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থীকুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এরই মধ্যে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী। বুধবার (৩ফেব্রুয়ারি) মনোনয়ন পত্র জমা  দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেন এসব প্রার্থীরা।
তারা হলেন, আওয়ামীলীগ থেকে মনোনীত কুমিল্লার উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, বিএনপি থেকে মনোনীত উপজেলা বিএনপির সহসভাপতি এএফ তারেক মুন্সি, জাতীয় পার্টির মো. আবদুল আওয়াল, জাকের পার্টির মো. মুজিবুর রহমান (কালা মিয়া), স¦তন্ত্র প্রার্থী মো.আবদুল হক খোকন ও মো. কাউছার হায়দার।      
উপজেলা নির্বাচন কমিশনার মো. আলতাফ হোসেন তাদের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ পর্যন্ত দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ৬প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে কুমিল্লা নির্বাচন কমিশন অফিসে বিএনপির মনোনীত এএফএম তারেক মুন্সি ও জাতীয় পার্টি  মনোনীত আবদুল আউয়াল মনোনয়নপত্র জমা দেন। বাকি চারজন দেবিদ্বার উপজেলা নির্বাচন কমিশন অফিস মনোনয়নপত্র জমা  দেন। আগামীকাল (বৃহস্পতিবার) যাচাই-বাছাই এবং ১২ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।  
এদিকে, বুধবার বিকালে শত শত নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। পরে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বক্তব্যে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তে আমাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২৮ফেব্রুয়ারি উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রতিদ্বন্দ্বীতা করব। আমি সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করছি। প্রতীক পাওয়ার পর প্রতিটি গ্রামে সমাবেশ করব। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. শেখ আবদুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবীর, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোসা. সাজেদা আক্তার মায়া, কৃষি বিষয়ক সম্পাদক মো. মোস্তাফা কামাল চৌধুরী, সদস্য মো. আলমগীর কবীর, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম ওমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. একেএম মনিরুজ্জামান মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম প্রমুখ।
এরআগে দুপুরে কুমিল্লা জেলা নির্বাচন কমিশন অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের কাছে বিএনপি থেকে মনোনীত এএফএম তারেক মুন্সি মনোনয়নপত্র জমা দেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত, গণতন্ত্রের পুনরুদ্ধার, তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনসহ বেগম জিয়ার সকল মামলা প্রত্যাহারের আন্দোলনে নেমেছি। আমি মনে করি দেবিদ্বারের জনগণ এ আন্দোলনে আমার সাথে একমত হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহাজুদ্দিন সাজু, মুঞ্জু সরকার প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বের উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে উপজেলা নির্বাচন কর্মকর্তা  চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন। ওই শূন্য পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।  এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৫০২। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৭১ হাজার ৮২০ এবং নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৬৫  হাজার ৬৮২।