ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পোপ ফিরলেন টেস্ট দলে
Published : Wednesday, 3 February, 2021 at 7:25 PM
পোপ ফিরলেন টেস্ট দলে যে আশায় এতদিন অলি পোপকে দলের সঙ্গে রেখেছিল ইংল্যান্ড, তা সফল হয়েছে। ফিটনেস পরীক্ষা উতরে টেস্ট দলে ফিরেছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

এক বিবৃতিতে বুধবার পোপকে দলে যোগ করার কথা জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

কাঁধের চোটে গত অগাস্ট থেকে দলের বাইরে পোপ। এতদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। সেরে ওঠার সম্ভাবনা থাকায় তাকে শ্রীলঙ্কা ও ভারত সফরে দলের সঙ্গে রেখেছিল ইংল্যান্ড।

পোপ গত দুই দিন দলের সঙ্গে অনুশীলনও করেছেন বলে জানায় ইসিবি। দলে যোগ দিতে তার দরকার ছিল কেবল ফিটনেস পরীক্ষা উতরানোর। এবার সেটিও পার করে গেলেন ২৩ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার।

চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ডের চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী শুক্রবার।