
অনেকদিন হলো খেলা নেই নারী ফুটবল দলের। সেই ২০১৯ সালের মার্চে নেপালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শেষবার অংশ নিয়েছিল সাবিনা খাতুনরা। এরপর আর আন্তর্জাতিক ম্যাচের স্বাদ নেওয়া হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফেব্রুয়ারিতে ম্যাচ আয়োজনের আশা দেখালেও আলোর মুখ দেখেনি তা। বাফুফের প্রস্তাবে ‘না’ বলেছে ১৭টি দেশ!
মেয়েরা লম্বা সময় আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকায় ফিফা র্যাংঙ্কিয়ে এখন নাম নেই বাংলাদেশের। এবার অবশ্য ফেব্রুয়ারিতেই খেলা রাখতে চেয়েছিল বাফুফে। কিন্তু প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানানো ১৭ দেশ ফিরিয়ে দিয়েছে তাদের প্রস্তাব। করোনাভাইরাসের কারণে কোনও দলই খেলতে রাজি হয়নি।
ফেব্রুয়ারিতে দল না পাওয়ায় এখন অপেক্ষা এপ্রিলের। আগামী ৫ থেকে ১৩ এপ্রিল পরবর্তী ফিফা নির্ধারিত মেয়েদের খেলার স্লট রয়েছে। ওই সময়টাকেই এখন লক্ষ্য নির্ধারণ করছে বাফুফে।
এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা কম্বোডিয়া, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাহরাইন, আরব-আমিরাতসহ ১৭টি দেশকে খেলার জন্য চিঠি লিখেছিলাম। কিন্তু কোনও সাড়া পাইনি। সবাই করোনার কথা বলে খেলতে অপারগতা প্রকাশ করেছে। এখন পরবর্তী ফিফা ডেটে খেলা আয়োজন করা ছাড়া উপায় নেই।’