ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আব্দুল মতিন খসরুর নির্দেশে  বুড়িচংয়ে পয়াতের খাল খনন কার্যক্রম এগিয়ে চলছে
Published : Thursday, 4 February, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনের সাবেক আইন মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি’র নির্দেশনায় বুড়িচংয়ের পয়াতের খাল খনন কার্যক্রম এগিয়ে চলছে। সরেজমিনে জানা যায়- বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের উত্তর পূর্বাংশ এবং বাকশীমূল ও বুড়িচং সদর ইউনিয়নের পশ্চিম দক্ষিণাংশে যে বিশাল জলা রয়েছে তা পয়াতের জলা হিসেবে খ্যাত। উক্ত জলায় জোঁকসহ বিষাক্ত অন্যান্য পোকামাকড়ের উৎপাতের ফলে কৃষকরা তাদের ফসলের জমি সঠিকভাবে চাষাবাদ করতে পারছে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী আসনের সাবেক আইন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুল মতিন খসরু এমপির নির্দেশনায় সর্বোপরি কুমিল্লা জেলা প্রশাসকের হস্তক্ষেপে উক্ত জলায় প্রাণবন্ততা ফিরিয়ে আনতে খনন কার্যক্রম হাতে নেয়া হয়। নদী বিশেষজ্ঞরা মনে করছেন পয়াতের জলার চারিধারে যে সমস্ত বিলুপ্ত প্রায় খাল রয়েছে ওইগুলো যথাযথভাবে পুন:খনন করা হলে পয়াতের জলায় পানি জমে থাকবে না। ফলে উক্ত জলায় জোঁকসহ বিষাক্ত অন্যান্য পোকামাকড়ের উৎপাত কমে গেলে কৃষকরা তাদের ফসলের জমি সঠিকভাবে চাষাবাদ করতে পারবে। পাশাপাশি পয়:নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের ফলে এলাকার সার্বিক পরিবেশের মানোন্নয়ন ও জীবনযাত্রার মান আরো আধুনিকায়ন হবে। এরই অংশ হিসেবে গতকাল ৩ ফেব্রুয়ারি বুড়িচংয়ের ষোলনল ইউনিয়নের ইছাপুরা অংশে পয়াতের জলার সাথে সংযুক্ত খালের বিভিন্ন দিক পরিদর্শন করেন কুমিল্লা চাঁদপুর, বি-বাড়িয়া সেচ প্রকল্পের পরিচালক মো. মিজানুর রহমান, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মীর হোসাইন মিঠু, এসিস্টেন্ট ইঞ্জি. আলাল হোসেন, উর্ধ্বতন সাব এসিস্টেন্ড ইঞ্জি. মো. মানিক মিয়া, এমেরিকা প্রবাসী মো. জাহাঙ্গীর আলম, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেলোয়ার হোসেন, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মেসার্স এসএস এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী শিমূল ঘোষ, আ’লীগের দপ্তর সম্পাদক হাজী তোফায়ের আহাম্মদ, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন মেম্বার, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, বুড়িচং উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. মোস্তফা খান, ব্যবসায়ী মো. ইয়াছেক, মো. জসিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।