ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে 'Research Methodology and Computation Methods of Data Analysis' প্রশিক্ষণ অনুষ্ঠিত
Published : Thursday, 4 February, 2021 at 12:00 AM, Update: 04.02.2021 1:18:54 AM
কুবিতে 'Research Methodology and Computation Methods of Data Analysis' প্রশিক্ষণ অনুষ্ঠিতকুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে 'Research Methodology and Computation Methods of Data Analysis' শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুবি আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।
ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, উপাচার্য হিসেবে যোগদানের পর অনেক কিছুর অভাব পরিলক্ষিত হয়েছে। সে অভাব দূরীভূত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন বিভাগকে উন্নত করতে প্রয়োজনীয় অর্থ অনুদান দেয়া হয়েছে। আমরা আমাদের স্বল্প সামর্থ্য নিয়ে এগিয়ে চলেছি। আপনারা গবেষণামূলক কাজে আরও মনোনিবেশ করুন। আপনারা কাজ দেখালে এ বিষয়ে আরও অনুদান আনতে পারবো। তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, সুন্দর পদ্ধতিতে জ্ঞান আহরনে এই প্রশিক্ষণ খুবই প্রয়োজন।
আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন ও ফার্মেসী বিভাগের সকল শিক্ষক অংশগ্রহণ করেন।