ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জয়ে ফিরল আবাহনী
Published : Saturday, 6 February, 2021 at 12:00 AM
ডিফেন্ডার হয়েও আফগানিস্তানের মাসিহ সাইগানি গোল করতে বেশ সিদ্ধহস্ত। যার প্রমাণ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। এই অভিজ্ঞ ডিফেন্ডারের ঝলকেই এবার মুক্তিযোদ্ধার বিপে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। সাইগানির জোড়া গোলের সুবাদে মারিও লেমসের দল জিতেছে ৪-১ গোলে।
আবাহনী ৬ ম্যাচে চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্য দিকে মুক্তিযোদ্ধা ৫ ম্যাচে চতুর্থ হারে তিন পয়েন্ট নিয়ে আছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দুই গোল এসেছে প্রথমার্ধে। ম্যাচের ১৫ মিনিটে তোরেসের ভলি ফিরিয়ে দিয়েছিলেন গোলকিপার মাহফুজ হাসান প্রিতম, ফিরতি বলে জুয়েল রানার কাটব্যাক থেকে গড়ানো শটে কাছের পোস্টে ল্যভেদ করেছেন মাসিহ সাইগানি।
যদিও দ্বিতীয় গোল পেতে তাদের বেশ অপো করতে হয়েছে। ইনজুরি সময়ে ব্যবধান বাড়িয়ে নেন সোহেল রানা। প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে এই মিডফিল্ডার স্কোর ২-০ করেন। বিরতির পর আরও দুর্বার হয়ে ওঠে আবাহনী।
৫২ মিনিটে রায়হানের লম্বা থ্রো-ইন থেকে হেড করে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন মাসিহ সাইগানি।
তিন গোলে পিছিয়ে থাকা মুক্তিযোদ্ধা ৬৬ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল একটি গোল করে। বেকামেঙ্গের হেড ক্রসবারে লেগে ফিরে আসার পর সারোয়ার জাহান নিপু ফিরতি হেডে ল্যভেদ করে ব্যবধান ৩-১ করেছিলেন। কিন্তু তাতেও লাভ হয়নি।
উল্টো ৭৬ মিনিটে আবাহনী ব্যবধান করে ফেলে ৪-১। ডান প্রান্তে রাফায়েলের ক্রস গোলকিপার মাহফুজ হাসান প্রিতমের গ্লাভস হয়ে বল চলে যায় দীপক রায়ের পায়ে, দারুণ ভলিতে গোল করতে কোনও সমস্যা হয়নি এই তরুণ ফুটবলারের। বাকি সময়টুকু আধিপত্য রেখেই খেলা শেষ করেছে আবাহনী।